বালাগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের শোকসভা

বালাগঞ্জ প্রতিনিধি


আগস্ট ১২, ২০২১
০২:১৫ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১২, ২০২১
০২:১৫ পূর্বাহ্ন



বালাগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের শোকসভা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বালাগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মো. মোশাররফ হোসেনের মৃত্যুতে বালাগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার। দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব মো. কামরুল ইসলাম।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ মন্ডল, উপজেলা এলজিইডি প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) এস আর এম জি কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া প্রমুখ।

শোকসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, প্রকৌশলী মোশাররফ হোসেনের শিষ্টাচার ভদ্রতা আমাকে মুগ্ধ করেছিল। আমি তার স্মৃতি ভুলতে পারছি না। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। 

প্রসঙ্গত, গত ৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বালাগঞ্জ-তাজপুর সড়কের বোয়ালুড় বাজারে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রকৌশলী মো. মোশাররফ হোসেন প্রাণ হারান। 


এসএ/আরআর-১৩