শোক দিবসে শাবিপ্রবি প্রশাসনের নানান আয়োজন

শাবি প্রতিনিধি


আগস্ট ১২, ২০২১
০৮:৫২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১২, ২০২১
০৮:৫২ অপরাহ্ন



শোক দিবসে শাবিপ্রবি প্রশাসনের নানান আয়োজন

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রশাসন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রেরিত এক সংবা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন- ২ এর সামনে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, সকাল ১০টা ১৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় সেন্টারে প্রার্থনা সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়া শোক দিবসের কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণের জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়।

এইচ এন/বি এন-০২