ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১২, ২০২১
১১:৪৬ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১২, ২০২১
১১:৪৬ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রতিদিন করোনা শনাক্তের হার বৃদ্ধি পাচ্ছে। এ উপজেলায় নতুন করে আরও ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ আগস্ট) ফেঞ্চুগঞ্জ হাসপাতালের পরিসংখ্যান বিভাগ থেকে জানা গেছে, গত ৪ আগস্ট করোনা পরীক্ষার জন্য ৪৬ জনের নমুনা সিলেটে পাঠানো হলে এর মধ্যে ৩১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তাদের মধ্যে পুরুষ ২১ জন এবং নারী ১০ জন।
অন্যদিকে, গত শনিবার (৭ আগস্ট) ৫৬ জনের নমুনা পরীক্ষায় পাঠানোর পর ২১ জনের রিপোর্ট পজিটিভ আসে। তাদের মধ্যে পুরুষ ১১ জন এবং নারী ১০ জন। সবমিলিয়ে গত দুইদিনের হিসাবমতে উপজেলায় ৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
ফেঞ্চুগঞ্জ হাসপাতালের প্রধান ডা. কামরুজ্জামান বলেন, করোনা প্রতিরোধে সবাই সচেতন হলে সংক্রমণ ও মৃত্যু কমে যাবে। তাই সবাই মাস্ক পরা ও বার বার হাত ধোয়ার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে চলা জরুরি।
এসএ/আরআর-০২