সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৩, ২০২১
০১:১৪ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৩, ২০২১
০২:১১ পূর্বাহ্ন
মুনিরা কবির, তাহিয়া সায়মা চৌধুরী, সাদিয়া জাফনা
ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল অ্যাডুকেশনের ২০২১-এর আইজিসিএসই এবং এ লেভেল পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে সিলেটের রয়েল ইনস্টিটিউট অব স্মার্ট এডুকেশন (রাইজ)। ক্যামব্রিজ অনুমোদিত এ দুই পরীক্ষায় সিলেটের একমাত্র স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান রাইজ-এর ১৫ জন শিক্ষার্থী আইজিসিএসই’তে এবং ১৭ জন পরীক্ষার্থী এ লেভেলে করোনা মহামারি পরিস্থিতির মধ্যে অংশ নিয়ে এই কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। গতকাল বুধবার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
জানা গেছে, পরীক্ষায় আইজিসিএসইতে সাদিয়া জাফনা ৮ বিষয়ে অংশগ্রহণ করে ৬ টিতে এ প্লাস, এবং ২টিতে এ , মুনিরা কবির ৮ বিষয়ে অংশগ্রহণ করে ৪ টিতে এ প্লাস ও ৪ টিতে এ, তাহিয়া সায়মা চৌধুরী ৯টি বিষয়ে অংশগ্রহণ করে সবকটিতে এ গ্রেড লাভ করে। এছাড়াও এ লেভেলে মৌমিলি চক্রবর্তী ৪টি বিষয়ে অংশগ্রহণ করে সবকটিতে এ প্লাস গ্রেড অর্জন করে।
শিক্ষার্থীদের এমন ফলাফলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মি. মার্ক এডওয়ার্ড তাদের অভিনন্দন জানিয়েছেন। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশাপাশি তিনি সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ ভবিষ্যতেও এই কৃতিত্বপূর্ণ ফলাফল ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রসঙ্গত, লকডাউনের প্রথম দিক থেকেই রাইজ স্কুল সফলতার সাথে অনলাইনে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে। ফলে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
এএফ/০৫