বালাগঞ্জে অগ্রযাত্রা ক্রিকেট একাডেমির সংবর্ধনা

বালাগঞ্জ প্রতিনিধি


আগস্ট ১৩, ২০২১
০৯:৪০ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৩, ২০২১
০৯:৪০ অপরাহ্ন



বালাগঞ্জে অগ্রযাত্রা ক্রিকেট একাডেমির সংবর্ধনা

বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় বাজারস্থ অগ্রযাত্রা ক্রিকেট একাডেমির উদীয়মান ক্রিকেটার রাব্বি আহমদ উচ্চ শিক্ষা অর্জনে যুক্তরাজ্য গমন করছেন। উপলক্ষ্যে একাডেমির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

সংবর্ধিত ক্রিকেটার রাব্বি আহমদকে একাডেমির পক্ষ থেকে ক্রেস্ট ও একাডেমির জার্সি প্রদান করা হয়।

১২আগস্ট ৮টায় ক্রিকেট একাডেমির অস্থায়ী কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোয়ালজুড় বাজার বণিক সমিতির সহ-সাধারণ সম্পাদক, বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুস শহিদ, একাডেমির পরিচালক আমির হোসেন, সুমন আহমদ খালিছাদার, সেবুল আহমদ খালিছাদার, ক্রিকেটার জাকের মিয়া, জুমান মিয়া, রাহিম আহমদ, সাইম আহমদ, সাবুধ মিয়া, তাহসিন আহমদ, আদিল আহমদ ও আনিস মিয়া।

এছাড়া, সংবর্ধনা অনুষ্ঠানে একাডেমির খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

এস এ/বি এন-০5