সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৪, ২০২১
০৬:৩০ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৪, ২০২১
০৬:৩০ অপরাহ্ন
সিলেটে সমাজসেবা অধিদপ্তরের ছোটমণি নিবাসে শিশু নাবিল আহমদ হত্যার ঘটনায় আয়া সুলতানা ফেরদৌসী সিদ্দিকাকে প্রধান আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় মামলাটি করেন থানার উপ পরিদর্শক (এসআই) মাহবুব আলম মন্ডল।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ।
তিনি জানান, মামলায় আয়া সুলতানা ফেরদৌসী সিদ্দিকাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সুলতানার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায়।
তিনি বলেন, ‘হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আজ শনিবার সকালে তাকে আদালতে হাজির করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।’
ওসি জানান, শিশু নাবিলকে দেড় মাস আগে সিলেটের গোয়াইনঘাট থেকে নগরের বাগবাড়ী এলাকার ছোটমণি নিবাসে নেওয়া হয়। সে প্রতিবন্ধী এক নারীর সন্তান ছিল। এ ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।
আরসি-১২