গোয়াইনঘাট প্রতিনিধি
আগস্ট ১৪, ২০২১
০৯:৩৮ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৪, ২০২১
০৯:৩৮ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের লামাপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে আরিফ আহমদকে (১৩) খুঁজে পাওয়া যাচ্ছে না। তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা ও উচ্চতা আনুমানিক সাড়ে ৪ ফুট। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল কালো কলারসহ সাদা পাঞ্জাবি।
আরিফের বাবা আব্দুল মতিন জানান, গত বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান সিলেট মহানগরীর সবুজ-৩৪, ঝর্ণারপাড়, কুমারপাড়াস্থ আল মদিনা নুর সিতারা কুরআনিক ইনস্টিটিউটের উদ্দেশে রওয়ানা হয় আরিফ। কিন্তু সে মাদরাসা কিংবা বাড়িতে কোথাও যায়নি। আরিফকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পাওয়ায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় গতকাল শুক্রবার (১৩ আগস্ট) সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
কোনো হৃদয়বান ব্যক্তি নিখোঁজ আরিফের সন্ধান পেলে ০১৭৬৮৬৩৫৯৯৮ বা ০১৭২৬২৪১৩৬৮ নম্বরে ফোন করার অনুরোধ জানিয়েছেন তার বাবা।
এমএম/আরআর-০১