ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২১
০৩:২২ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৫, ২০২১
০৩:২২ পূর্বাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ২৮ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (১৪ আগস্ট) রাতে এ তথ্য জানা যায়।
ফেঞ্চুগঞ্জ হাসপাতালের পরিসংখ্যান বিভাগ সূত্রে জানা গেছে, গত সোমবার (৯ আগস্ট) করোনা পরীক্ষার জন্য ৩৬ জনের নমুনা সিলেটে পাঠানো হয়। এর মধ্যে ২৮ জনের পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে পুরুষ ২০ জন এবং নারী ৮ জন।
ফেঞ্চুগঞ্জ হাসপাতালের প্রধান ডা. কামরুজ্জামান বলেন, করোনা প্রতিরোধে সচেতনতা জরুরি। সবাই সচেতন হলে সংক্রমণ ও মৃত্যু কমে আসবে বলে আমার বিশ্বাস। তাই সকলে মাস্ক ও বার বার হাত ধোয়ার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে চলা জরুরি বলে মনে করি।
এসএ/আরআর-১০