সীমান্তে অসহায় মানুষের মাঝে বিজিবি’র খাদ্য সামগ্রী বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি


আগস্ট ১৫, ২০২১
০৬:৪২ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৫, ২০২১
০৬:৫৬ অপরাহ্ন



সীমান্তে অসহায় মানুষের মাঝে বিজিবি’র খাদ্য সামগ্রী বিতরণ

স্বাধীনতার মহান স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্থ সীমান্তপাড়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সিলেটের ৪৮ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম সীমান্ত ফাঁড়িতে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রবিবার (১৫ আগস্ট) সকালে সিলেটের ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফ আহমেদ উপস্থিত থেকে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবণ, আলু ও তেল।

এ সময় উপস্থিত ছিলেন, ৪৮ বিজিবি’র তামাবিল সীমান্ত ফাঁড়ীর কোম্পানি কমান্ডার আব্দুর রহিম, সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার তারিকুল ইসলামসহ বিজিবি সদস্যরা।

সিলেটের ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফ আহমেদ জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি’র পক্ষ থেকে হত-দরিদ্র অসহায় সীমান্ত বাসীর মাঝে এধরনের মানবিক সহায়তা প্রদান ছাড়াও বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে।

এম এম/বি এন-০৪