শাবি প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২১
০৮:১১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৫, ২০২১
০৮:১১ অপরাহ্ন
যথাযোগ্য মর্যাদা ও গভীর শোক প্রকাশের মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) শোক দিবস উপলক্ষে কালো ব্যাচ ধারণ করে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পুস্পস্তবক অর্পণ শেষে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিভিন্ন আবাসিক হল, বিভাগ, বঙ্গবন্ধু পরিষদ, শাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশন, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, কর্মচারী ইউনিয়ন, কর্মচারী সমিতি, বাংলাদেশ ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক শেষে ফলিত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুশতাক আহমেদের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাশ।
এ সময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, বঙ্গবন্ধু সবসময় চেয়েছিলেন এ বাংলার অর্থনৈতিক মুক্তি। পাকিস্তানিরা যেভাবে আমাদের দেশ থেকে লুট করে নিয়ে গেছে তা দেখে তৎকালীন অর্থনীতিবিদরা বলেছিলেন, বাংলাদেশ কখনো অর্থনৈতিক ভাবে উঠে দাঁড়াতে পারবে না। অথচ বর্তমানে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। আগামী ২০৪১ সালের মধ্যে আমরা একটি উন্নত রাষ্ট্রে রুপান্তরিত হতে যাচ্ছি।
তিনি আরো বলেন, এ শোক আমাদের শক্তিতে পরিণত হয়েছে। এ শক্তি ও জাগরণ নিয়ে আমাদের অসমাপ্ত কাজ গুলো সম্পন্ন করতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে। তিনি যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন হবে।
এছাড়া শোক দিবস উপলক্ষে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সেন্টারে প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এইচ এন/বি এন-১১