বিয়ানীবাজার প্রতিনিধি
আগস্ট ১৫, ২০২১
০৯:০২ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৫, ২০২১
০৯:০২ অপরাহ্ন
শোক, শ্রদ্ধা আর গভীর মর্যাদায় বিয়ানীবাজারবাসী জাতীয় শোক দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন, পৌরসভা, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বিয়ানীবাজার প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
১৫ আগস্ট সকাল থেকে শুরু হওয়া এসব কর্মসূচি বিকেল পর্যন্ত চলে। পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে শিরণি বিতরণ করা হয়। জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনা সভা ও শিরণি বিতিরণ ছিল এসব কর্মসূচির অংশ।
বিয়ানীবাজার উপজেলা
শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, ১৫ আগস্টে শহীদদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে বিয়ানীবাজার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূরসহ পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা শ্রদ্ধার্ঘ অর্পন করেন।
বিয়ানীবাজার পৌরসভা
পৌর পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে এবং পরে উপজেলা প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন মেয়র মো. আব্দুস শুকুর ও পৌর কাউন্সিলর কর্মকর্তাবৃন্দ।
রবিবার ১৫ আগস্ট জাতির জনকের প্রতিকৃতিতে পৌর মেয়র আব্দুস শুকুরের নেতৃত্বে পৌরসভার প্যানেল মেয়র ছায়ফুল ইসলাম ঝুনু ও নাজিম উদ্দিন, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারিরা শ্রদ্ধা নিবেদন করেন।
বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ
জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পশ্রদ্ধা নিবেদন করেছে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ।
রবিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধার্ঘ অর্পন করেন।
বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান ও সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হাসিব মনিয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল আহাদ কলা, আহমদ হোসেন বাবুল ও আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ দিপু, আব্দুস শুকুর ও আবুল কাশেম পল্লব, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, হুমায়ুন কবির ও মাসুদ হোসেন খানসহ উপজেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতাকর্মী ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগ ও বিভিন্ন ইউনিয়ন
শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিয়ানীবাজার পৌর আওয়ামীলীগ ও উপজেলার সকল ইউনিয়নের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, মেয়র মো. অব্দুস শুকুর, ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী সামসুল হক, সাধারণ সম্পাদক এবাদ আহমদ, আলীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম জায়গীরদার, মুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, লাউতা ইউনিয়নের আহবায়ক জালাল আহমদ, মুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর জগলু,েপৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লায়েক আহমদ, মোস্তাক অহমদ কাজল, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগের অপর আরেক গ্রুপ
শোক দিবস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের অপর আরেকটি গ্রুপ পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করে। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুহুল আলম, চেয়ারম্যান গৌছ উদ্দিন, অহিদুর রেজা মাসুম, সাইফুল ইসলাম নিপু, জামিল আহমদ, মারুফ আহমদ, আকবর হোসেন লাভলু, মাহমুদ হোসেন জুয়েল, স্বেচছাসেবক লীগের পৌর কমিটির সভাপতি আব্দুর রউফ সুমন, সহ-সভাপতি জিয়া উদ্দিন প্রমুখ।
এস এ/বি এন-১৭