শোক দিবসে সিলেট মহিলা আ. লীগের শ্রদ্ধা

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৬, ২০২১
১২:০৬ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৬, ২০২১
১২:০৬ পূর্বাহ্ন



শোক দিবসে সিলেট মহিলা আ. লীগের শ্রদ্ধা

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগ। 

রবিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভানেত্রী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, প্রতিষ্ঠাতা সদস্য নাজমীন হোসেন, রুনা আক্তার, লিপি রানী বণিক, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সালমা বাছিত, সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, সহসাধারণ সম্পাদক হেলেনা আহমদ, সহসাধারণ সম্পাদক মাধবী গুণ, সাংগঠনিক সম্পাদক এ জেড রওশন জেবীন রুবা, সহসাংগঠনিক সম্পাদক বনানী দাস ইভা, সহসাংগঠনিক সম্পাদক নুরুন নাহার, সহসাংগঠনিক রেহেনা পারভীন, সহসাংগঠনিক অঞ্জনা বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বীণা সরকার, শ্রম সম্পাদক শাবানা ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাজেদা পারভীন, শিক্ষা ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক রেনুকা দাস, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী হামিদা খানম লনি প্রমুখ।

বিএ-১৬