ওসমানীনগরে জাতীয় শোক দিবস পালন

ওসমানীনগর প্রতিনিধি


আগস্ট ১৬, ২০২১
১২:১১ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৬, ২০২১
১২:১১ পূর্বাহ্ন



ওসমানীনগরে জাতীয় শোক দিবস পালন

সিলেটের ওসমানীনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। 

এ উপলক্ষে রবিবার (১৫ আগস্ট) সকালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগসহ সকল সরকারি ও আধা সরকারি দপ্তর এবং বিভিন্ন সামাজিক সংগঠন।

বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন ও কর্মের গুরুত্বপূর্ণ দিক নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তারের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চৌধুরী। 

সভায় বক্তব্য দেন, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন চক্রবর্তী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কাশিকাপন জোনাল অফিসের ডিজিএম মো. ফয়েজ উল্লা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রঞ্জিত চৌধুরী, শিক্ষা কর্মকর্তা নিয়ামত শরীফ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দাল মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম প্রমুখ।


ইউডি/আরআর-০৬