সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৬, ২০২১
১২:৩৩ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৬, ২০২১
১২:৩৪ পূর্বাহ্ন



সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

আজ রবিবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সঙ্গে চৌহাট্টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরীসহ কর্মকর্তা-কর্মচারীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভা এবং ১৫ই আগস্টের সব শহীদদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  মিলাদ মাহফিল শেষে শিরণী বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন কাজলশাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শহীদ আহমদ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী বলেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ইতিহাস থেকেই নাম মুছে দেওয়ার পরিকল্পনা করেছিল সেই কুচক্রিমহল কখনো সফল হতে পারেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বাংলাদেশে আজ অনন্য উচ্চতায় পৌঁছেছে।

জাতির পিতার প্রত্যাশা পূরণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) ও পরিচালক (অর্থ ও হিসাব) মো. নঈমুল হক চৌধুরী, সহকারী পরিচালক (হিসাব) আব্দুস সবুর, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) গোলাম সারোয়ার, সহকারী কলেজ পরিদর্শক মাইদুল ইসলাম চৌধুরী, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিলাল আহমদ চৌধুরী, সহকারী রেজিস্ট্রার অঞ্জন দেবনাথ, সহকারী পরিচালক (বাজেট) শমশের রাসেল প্রমুখ।

এছাড়া শোকের মাস আগস্টের প্রথম দিন থেকে বিশ্ববিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন, কর্মকর্তা ও কর্মচারীদের কালো ব্যাজ ধারণ এবং ক্যাম্পাসে শোক দিবসের আলোকে শোকবার্তাসহ উন্মুক্তস্থানে ব্যানার টানানো হয়।

আরসি-০৯