সিলেট আনসার ভিডিপির শোক দিবস পালন

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ১৬, ২০২১
১২:৫৪ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৬, ২০২১
১২:৫৪ পূর্বাহ্ন



সিলেট আনসার ভিডিপির শোক দিবস পালন

সিলেট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযত মর্যাদায় পালন করা হয়েছে।

দিবস উপলক্ষে দিনটি উদযাপনে সিলেট আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী রেঞ্জ কার্যালয় ও জেলা কার্যালয় যৌথ উদ্যোগে রবিবার (১৫ আগস্ট) নগরের আখালিয়াস্থ জেলা কমান্ড্যান্ট কার্যালয়ে কর্মসূচী সমূহের মধ্যে ছিল-রাতে খতমে কোরআন, বাদ ফজর মিলাদ ও দোয়া মাহফিল, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো ব্যাচ পরিধান করা, সিলেট জেলা প্রশাসনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন।

এছাড়াও জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক নূরুল হাসান ফরিদী। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট এনামুল খান। এছাড়াও বক্তব্য দেন সিলেট রেঞ্জের সার্কেল অ্যাডজুট্যান্ট মো. জসীম উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা কার্যালয় সার্কেল অ্যাডজুট্যান্ট এএসএম এনামুল হক। মিলাদ মাহফিল পরিচালনায় ছিলেন মসজিদের ইমাম আব্দুস সালাম। সভায় উপস্থিত ছিলেন, রেঞ্জ কার্যালয় ও জেলা কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারী। ব্যাটালিয়ান আনসার ক্যাম্প সংস্থায় নিয়োজিত সাধারণ আনসার ও ভিডিপির সদস্যবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে আনসার সদস্যদের আত্মত্যাগের মাধ্যমে দেশ সেবায় নিয়োজিত থাকতে হবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

শোক দিবসে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি, সঙ্গীত পরিবেশন ও দিনব্যাপী জাতির পিতার ওপর নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিনটি পালন করা হয়।

বিএ-১৮