সৈয়দ মুজতবা আলী হলের উদ্যোগে শাবিতে ৩০ হাজার বৃক্ষরোপণ

শাবি প্রতিনিধি


আগস্ট ১৬, ২০২১
১২:৫৬ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৬, ২০২১
০১:১৮ পূর্বাহ্ন



সৈয়দ মুজতবা আলী হলের উদ্যোগে শাবিতে ৩০ হাজার বৃক্ষরোপণ

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সিলেট বন বিভাগের সহযোগিতায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হল প্রশাসনের উদ্যোগে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের সামনে বিভিন্ন দেশীয় বনজ, ফলদ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

বন বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিরসনে সিলেট বিভাগে পুনঃবনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় শাবিপ্রবি ক্যাম্পাসে ৩০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় মুজতবা আলী হলের পাশের টিলায় একটি ফলদ বাগান করা হয়েছে। আগামী ১ বছরে আরও ৩০ হাজার বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আনোয়ার সাদাত, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন, শাবিপ্রবির বন ও পরিবেশবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. বেলাল উদ্দিন, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরফিন খান, সহকারী হল প্রভোস্ট মো. দেলোয়ার হোসেন ও রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনসহ সিলেট জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এইচএন/আরআর-১১