কোম্পানীগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২১
০১:৫৩ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৬, ২০২১
০১:৫৩ পূর্বাহ্ন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী ইমরান আহমদ সিলেটের কোম্পানীগঞ্জ হাসপাতালে ৩টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন।
রবিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় মন্ত্রীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ হাসপাতাল কর্তৃপক্ষের হাতে সিলিন্ডারগুলো তুলে দেন।
কোম্পানীগঞ্জে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। সেই সঙ্গে রয়েছে অক্সিজেন সিলিন্ডারের সংকট। এ অবস্থায় মন্ত্রী ইমরান আহমদের উপহার পেয়ে আনন্দিত উপজেলাবাসী।
এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অকিল বিশ্বাস ও মো. ইয়াকুব আলী, যুবলীগের আহ্বায়ক আলী উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক আব্দুর রহমান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন, কোভিড পরিস্থিতি মোকাবিলায় কোম্পানীগঞ্জের সক্ষমতা বৃদ্ধি করেছে মন্ত্রী মহোদয়ের এই উপহার। কোম্পানীগঞ্জবাসীর পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি।
এমকে/আরআর-১৩