সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৬, ২০২১
০১:৫৭ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৬, ২০২১
০১:৫৭ পূর্বাহ্ন
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এসএমসিসিআই এর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এসএমসিসিআই এর পরিচালক হুরায়রা ইফতার হোসেন, সাবেক পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ইলিয়াছুর রহমান, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর মো. কামরান আহমদ, মো. তৌফিক বক্স লিপন, এসএমসিসিআই এর সদস্য আব্দুর রহমান জামিল, মো. মঈনুল ইসলাম মঈন, মো. সাইফুর রহমান খোকন, আব্দুল লতিফ রিপন, মো. জুমাদিন আহমদ, এহিয়া আহমদ সুমন প্রমুখ।