সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৬, ২০২১
০৬:৪৪ অপরাহ্ন
আপডেট : আগস্ট ১৬, ২০২১
০৬:৪৪ অপরাহ্ন
২০০৫ সালের ১৭আগস্টে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সিলেট জেলা আওয়ামী লীগ কর্মসূচি গ্রহণ করেছে।
এ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ২ টায় সিলেট জেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পলন করা হবে।
এই মানববন্ধন কর্মসূচিতে সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিতি থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান।
বিএ-০৬