কোম্পানীগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


আগস্ট ১৮, ২০২১
০৮:০৪ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১৮, ২০২১
০৮:১৫ অপরাহ্ন



কোম্পানীগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদীর ঢালার মুখ নামক স্থানে থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আসাদুজ্জামান আসাদ (২০) যুবকের মৃত্যু হয়েছে।

সে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের রাজনগর নতুন বস্তি এলাকার কফিল উদ্দিনের  ছেলে।

আজ বুধবার (১৮ আগস্ট) ভোররাত সাড়ে ৪টায় (১৮ আগস্ট) সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ মামলা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়ে নিহতের স্বজন ফরিদ বেপারী।

নিহতের স্বজনেরা জানান, আসাদুজ্জামান আসাদ ও শহিদুউল্লাহ বেপারী বালু ব্যবসা করেন। কোম্পানীগঞ্জ থেকে বালু ক্রয় করে বিভিন্ন স্থানে বিক্রয় করেন তারা। ঘটনার দিন ধলাই নদীর ঢালারমুখ এলাকা থেকে বালু উত্তোলন করার সময় মানিক মিয়া ও সামছু মিয়ার লোকজন বালু উত্তোলনে বাঁধা দিয়ে ৩ হাজার টাকা চাঁদা দাবী করলে দেড় হাজার টাকা দেয় আসাদ। তাদের চাহিদা মতো চাঁদা না পেয়ে আসাদুজ্জামান আসাদ ও শহিদুউল্লাহকে আহত করে চাঁদাবাজরা।

কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল ঘটনার সততা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকেই আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান  চালাচ্ছে। নিহতের পিতা কফিল উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।

এম কে/বি এন-০৬