সিলেট মিরর ডেস্ক
আগস্ট ১৯, ২০২১
০১:২৯ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৯, ২০২১
০২:০১ পূর্বাহ্ন
অ্যাডভোকেট শামসুজ্জামান জামান
বিএনপির কেন্দ্রীয় সংসদের সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট শামসুজ্জামান জামান। দলের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের সদ্য ঘোষিত সিলেট জেলা ও মহানগর কমিটিতে তার মতামত ও পরামর্শ উপেক্ষিত হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবরে লিখিত এক চিঠিতে এ পদত্যাগ করেন তিনি।
আজ বুধবার (১৮ আগস্ট) এক লিখিত বিবৃতিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
বিবৃতিতে শামসুজ্জামান জামান তার দীর্ঘ ৩৫ বছরের রাজনৈতিক জীবনে দলে অবদানের কথা তুলে ধরে বলেন, ‘অত্যন্ত পরিতাপের বিষয় স্বেচ্ছাসেবক দলের সিলেট জেলা ও মহানগর কমিটি ঘোষণা হয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক হওয়া স্বত্ত্বেও আমার জেলা ও মহানগর কমিটি ঘোষণা হলো-আমার মতামত ও পরামর্শ উপেক্ষা করে।’
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যেসব সহযোদ্ধারা আন্দোলন করতে গিয়ে জীবনবাজি রেখেছিল, গুলিবিদ্ধ হয়েছিল, এমনকি সমাজ- সংসার থেকে বিতাড়িত হয়েছিল তাদের চরমভাবে উপেক্ষা করে উপহাসের পাত্রে পরিণত করা হলো।’
সিলেটের ছাত্র রাজনীতির একসময়ের দাপুটে এই নেতা পদত্যাগ উল্লেখ করেন, ‘১৯৮৫ সাল থেকে ছাত্ররাজনীতির মাধ্যমে বিএনপিতে যুক্ত হই। বিএনপির দুর্দিনে এই দলকে প্রতিষ্টা করতে জীবনের সোনালী সময় সাধ্যমত সময় ও অর্থ ব্যয় করেছি। সিমাহীন প্রতিকূলতার মাঝে দলকে প্রতিষ্টা করতে কাজ করেছি। আমি কখনোই হালুয়া রুটির ভাগিদার হয়নি। কিংবা অনৈতিক সুবিধা গ্রহন করিনি।’
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আজকে অত্যন্ত ব্যতিত চিত্তে জানতে ইচ্ছে করে আপনার দলে নেতৃত্ব পেতে হলে যোগ্যতার মাপকাঠিটা কি?’
পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আমার জীবনের ৩৬টি বছর আপনাদেরকে সাদকা হিসেবে দান করে দিলাম।’
প্রসঙ্গত, অ্যাডভোকেট শামসুজ্জামান জামান বিভিন্ন সময়ে সিলেট জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
এএফ/০২