জকিগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৯, ২০২১
০২:৪৩ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৯, ২০২১
০২:৫৬ পূর্বাহ্ন
জকিগঞ্জ সড়কে নিয়ন্ত্রণহীন মাইক্রোবাস ডুবায় পড়ে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সড়কের বারহাল ইউনিয়নের শাহবাগ নিজগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, সুলতানপুর ইউনিয়নের গণিপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. সামেল মিয়া (৩০), বারঠাকুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে জুনেদ আহমদ (৩৩), একই ইউপির ছয়ঘরী গ্রামের অরুন বিশ্বাসের ছেলে শিপন বিশ্বাস (৩৬)।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সিলেট থেকে জকিগঞ্জগামী দ্রুত গতির মাইক্রোবাস (সিলেট ট ১১-০৫২২) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এসময় পানিতে তলিয়ে যায় গাড়িটি। আশপাশের লোকজন দ্রুত এগিয়ে গিয়ে গাড়ির ভেতরে থাকা যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালান।
খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধার তৎপরতা শুরু করে। এসময় গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন।
বিএ-১১