সিলেটে ‘শুহাদায়ে কারবালা: চেতনার উৎস’ শীর্ষক সেমিনার অনুষ্টিত

সিলেট মিরর ডেস্ক


আগস্ট ২০, ২০২১
০১:২৭ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২০, ২০২১
০১:২৭ পূর্বাহ্ন



সিলেটে ‘শুহাদায়ে কারবালা: চেতনার উৎস’ শীর্ষক সেমিনার অনুষ্টিত

সিলেটে ‘শুহাদায়ে কারবালা: চেতনার উৎস’ শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়েছ। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার উদ্যোগে এ সেমিনার অনুষ্টিত হয়। 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় তালামীযের সিলেট পশ্চিম জেলা আয়োজিত সেমিনারে  প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দুলাল আহমদ।

সিলেট পশ্চিম জেলার সভাপতি কবির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কুতুব আল ফরহাদের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তাইয়্যেবাহ ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মারজান আহমদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আখতার হোসাইন জাহেদ, আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ আলী হায়দার, সদস্য মোহাম্মদ আবুল কাসেম, সিলেট মহানগর সভাপতি এস এম মনোয়ার হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার সাংগঠনিক সম্পাদক শেখ রেদ্বওয়ান হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সালেহ আহমদ, ইসলাম উদ্দিন লতিফী, সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক সাজু, প্রচার সম্পাদক খালেদ আহমদ, সহ-প্রচার সম্পাদক নাজমুল ইসলাম শিহাব, সহ-প্রশিক্ষণ সম্পাদক শেখ বিলাল আহমদ, জুনেদ আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফয়সল ইসলাম, ইমরান আহমদ সূফী, সদস্য রুকন উদ্দিন, হোসাইন রাজন, আব্দুস সালাম, ইমদাদুর রহমান মুক্তা, আব্দুল মুকিত জুম্মান, আশিকুর রহমান সাঈদ, বায়জীদ আহমদ, নিজাম উদ্দিন, নজরুল ইসলাম, সেলিম আহমদ প্রমুখ।

বিএ-০৮