কাস্টঘর এলাকা থেকে ৬১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক


আগস্ট ২০, ২০২১
০২:২৮ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২০, ২০২১
০২:২৮ পূর্বাহ্ন



কাস্টঘর এলাকা থেকে ৬১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১

সিলেট নগরের কাষ্টঘর এলাকা থেকে ৬১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

বুধবার (১৮ আগস্ট) র‌্যাব-৯, ব্যাটালিয়ন সদর (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেন মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন কাস্টঘর এলাকার গাজী বোরহান উদ্দিন মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ৬১৫ পিস ইয়াবা ও ১ পুরিয়া গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম সুমন দাস (২২)। তিনি চৌকিদেখি, বাদামবাগিচা এলাকার মৃত ময়না দাসের ছেলে।

পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ও ১৯(ক)ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

বিএ-১০