নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২০, ২০২১
০৫:২১ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২০, ২০২১
০৫:২১ অপরাহ্ন
সিলেট নগরের দক্ষিণ সুরমা চন্ডিপুল এলাকা থেকে ৫ সহস্রাধিক পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ২ টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে র্যাব।
র্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার মৃত মছদ্দর আলীর পুত্র পাব্বান হোসেন (৩৮) ও জকিগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের মৃত মছব্বির আলীর পুত্র তোতা মিয়া (৫০)।
পরে গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিএ-০৪