ওসমানীনগর আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের মৃত্যু

ওসমানীনগর প্রতিনিধি


আগস্ট ২২, ২০২১
০১:০৩ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ২২, ২০২১
০১:০৩ পূর্বাহ্ন



ওসমানীনগর আ.লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের মৃত্যু

সিলেটের ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক চুনু মিয়া আর নেই। শনিবার (২১ আগস্ট) বিকেল সোয়া ৫টায় তিনি উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের কালাসারা দত্তগ্রামস্থ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন।

চুনু মিয়া বেশ কিছুদিন ধরে নানা ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শনিবার বিকেলে তার অবস্থার অবনতি ঘটলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চুনু মিয়াকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে চুনু মিয়া স্ত্রী, ৪ কন্যা ও এক পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৫০ বছর। আগামীকাল রবিবার (২২ আগস্ট) সকাল ১১টায় ব্রাহ্মণগ্রাম মাদরাসা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


ইউডি/আরআর-১২