শান্তিগঞ্জে ইউএনও‘র মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

শান্তিগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ১১, ২০২১
০৮:৪৯ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২১
০৮:৫৫ অপরাহ্ন



শান্তিগঞ্জে ইউএনও‘র মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় সরকারি নির্দেশনা মোতাবেক (১২ সেপ্টেম্বর) রবিবার খুলে দেওয়ার সিদ্ধান্তে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান। 

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৮টি ইউনিয়নের পাগলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, জীবদ্বারা উচ্চ বিদ্যালয়, আব্দুর রশিদ সরকারি উচ্চ বিদ্যালয়, আক্তাপাড়া আলিম মাদরাসা, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়, দরগাপাশা প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. নুরে আলম সিদ্দিকী, দরগাপাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, দরগাপাশা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালা রাণী রায়, আক্তাপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ মইনুল ইসলাম, পাগলা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবু খালেদ চৌধুরী রুবেল, ইউপি সদস্য বদরুল ইসলাম প্রমুখ।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আনোয়ার উজ জামান জানান, দেশে করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। প্রায় দেড় বছরেরও বেশি দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর এবার খুলে দেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশপাশি শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সংশ্লিষ্টদের পরামর্শ ও শিক্ষক-শিক্ষার্থীরা সরকারি নির্দেশনা অনুযায়ী  ক্লাস রুটিন মোতাবেক বিদ্যালয়ে আগামীকাল (১২ সেপ্টেম্বর) রবিবার থেকে বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণীর পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করার পরামর্শ প্রদান করেন। 

এস টি/বি এন-০৭