শান্তিগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১১, ২০২১
০৮:৫৩ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১১, ২০২১
০৮:৫৬ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযানে থানা এলাকার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৯ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ সেপ্টেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেনের দিক নির্দেশনায় থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক মো. আলাউদ্দিন, দেবাশীষ সূত্রধর, অনুপম দেবনাথ, এমদাদুল হক, আবু বকর বাকী, সহ উপ পুলিশ পরিদর্শক আব্দুল ওয়াদুদ, আখতারুজ্জামান সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় একাধিক দলে বিভক্ত হয়ে যৌথ অভিযানে বিভিন্ন মামলায় পলাতক পরোয়ানাভূক্ত ৯ আসামীকে গ্রেপ্তার করেন।
আটককৃতরা হলো- শান্তিগঞ্জ থানা এলাকার জামলাবাজ মুচি বাড়ীর মৃত সীতারাম রবিদাসের ছেলে রেনু রবিদাস প্রকাশ রেনুয়া রবিদাস (৪৫), রামলাল রবিদাস (৩৫), উকারগাঁও গ্রামের উসমান আলীর ছেলে আলী আকবর (২০) ও আলী আকবর (২১), মৃত মহব্বত আলী ছেলে উসমান আলী (৪০), মৃত হামদ আলীর ছেলে জেবেদ আলী (৪০) ও কাঁদিপুর গ্রামের রওশন আলীর ছেলে মঈনুল হক বাবুল (৪৫), সামছুল হক (৪০) ও মৃত মফিজ আলীর ছেলে রওশন আলী (৬৫)।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কাজী মোক্তাদির হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদেরকে আদালতে চালান দেয়া হয়েছে।
এস টি/বি এন-০৮