ধর্মপাশায় ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ১৪টি কাঁচা ঘর

ধর্মপাশা প্রতিনিধি


সেপ্টেম্বর ১২, ২০২১
১০:৪২ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২১
১০:৪২ অপরাহ্ন



ধর্মপাশায় ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ১৪টি কাঁচা ঘর

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের আদর্শগ্রাম ও ভাটি তাহিরপুর গ্রামে আকস্মিক ঘূর্ণিঝড়ের ঘটনা ঘটেছে। এতে ওই দুটি গ্রামের ১৪টি টিনের কাঁচা ঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। শনিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে এ আকস্মিক ঘূর্ণিঝড়ের ঘটনা ঘটে।  

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে ২টার দিকে আকস্মিক ঘূর্ণিঝড় শুরু হয়। তখন প্রচণ্ড বাতাস বইতে শুরু করে।  পাঁচ মিনিটব্যাপী এই ঘূর্ণিঝড়ে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের ৭টি ও আদর্শ গ্রামের ৭টি টিনের কাঁচা ঘর লণ্ডভণ্ড হয়ে যায়। এর মধ্যে অধিকাংশ ঘরের টিনের চাল বাতাসে উড়ে গেছে। অনেকেই পরে আর খুঁজে পাননি তাদের ঘরের টিন।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত আদর্শগ্রামের বাসিন্দা  বাবুল দাস (৪০) বলেন, আমাদের ইউনিয়নের বন্ধু বাজারে ছোট্ট একটি দোকানে চা, বিস্কুট ও পান বেইচ্ছা  এইডার আয় দিয়া কুনুরহমে আমার পরিবারের ছয় সদস্যের জীবন চলে। ঝড়ে আমার ঘরডা উড়াইয়া নিয়া গ্যাছে। অহন আমি কোনহানো থাকবাম। ঘরডা কেমনে বানতাম বুজতাম ফারতাছি না। 

সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাদেকুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে। এটি চেয়ারম্যান সাহেবের মাধ্যমে ইউএনও স্যারের কাছে জমা দেওয়া হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান বলেন, ঘটনাটি শুনেছি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা এখনও আমি পাইনি। তালিকা পাওয়ার পর ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা চেয়ে জেলা প্রশাসনের কাছে একটি প্রতিবেদন পাঠানো হবে।


এসএ/আরআর-০২