জগন্নাথপুরে হাওরে মাছের পোনা অবমুক্ত

জগন্নাথপুর প্রতিনিধি


সেপ্টেম্বর ১৩, ২০২১
০৮:৩৩ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০২১
০৮:৩৩ অপরাহ্ন



জগন্নাথপুরে হাওরে মাছের পোনা অবমুক্ত

'বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি'- এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মইয়ার হাওরের যাত্রাপাশা এলাকায় মাছের পোনা অবমুক্তকরণ উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ইসলাম মজুমদার, প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কল্যাণ কান্তি রায় সানি প্রমুখ।

জগন্নাথপুর উপজেলার মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের ৩১৪ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য ক্রয় কমিটির মাধ্যমে ৯৪ হাজার টাকা মূল্যে কিনে এসব পোনামাছ অবমুক্ত করা হয়।


এএ/আরআর-০৪