সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ পরিদর্শনে প্রতিনিধি দল

শান্তিগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ১৬, ২০২১
১০:৪৭ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২১
১০:৪৭ অপরাহ্ন



সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ পরিদর্শনে প্রতিনিধি দল

সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রমের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছে চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি দল। 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ২টায় জেলার শান্তিগঞ্জ উপজেলার ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষার গুনগত পরিবেশ, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এ এনায়েত হোসেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন) অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ, চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. আল আমিন মৃধা, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মেডিকেল অ্যাডুকেশন পরিচালক অধ্যাপক ডা. এ কে এম ডা. আহসান হাবীব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মোস্তফা খালেদ আহমদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বৈদেশিক প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. নাসির উদ্দিন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মানবসম্পদ ব্যবস্থাপনা উপ-পরিচালক ডা. মো. মাসুদর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের সিলেটের বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায়, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ এর অধ্যক্ষ ডা. মনোজিৎ মজুমদার, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন, সুপারিন্টেন্ডেন্ট ডা. আনিসুর রহমান, শান্তিগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরীফি, সুনামগঞ্জ সদর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের প্রভাষক ডা. সাহাদাত হোসেন প্রমুখ।


এসটি/আরআর-০৩