হবিগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২১
০৮:৪২ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০২১
১০:৪৬ পূর্বাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে মুসলিম মিয়া (৬৯) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মুসলিম মিয়া উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর গ্রামে মৃত শাজান আলীর পুত্র।
জানা যায়, শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বাড়ির একটি কাঁঠাল গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ।
মাধবপুর থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে তাকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
এস আর/বি এন-০৭