সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ২৬, ২০২১
০৩:৩১ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২১
০৩:৩১ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে সিলেটে সনাতন যুব অধিকার ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সনাতন যুব অধিকার ফোরারেম সভাপতি রনি কুমার সিং-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষ্ণ ঘোষ-এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন, ফোরামের সহসভাপতি পল্ল ঘোষ পলাশ, সুমন সিংহ, সংগঠনিক সম্পাদক নয়ন চৌধুরী, কবি সুয়েব মাহমুদ, কবি রাকিবুল হায়দার।
উপস্থিত ছিলেন কামরুল হাসান, মিজানুর রহমান পাবেল, হাসান মইনউদ্দিন, আহমদ মঈনুল, মোন্না ঘোষ, নয়ন দাস, রনি পাল, জনি দাস, রিপন দাস, বিদান দত্ত, চয়ন দাস, লিটন দাস, বিক্রম দাস, নিরপম দর, দিপ দাস, সজিব, দেব পাল, তমাল দাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্রতিমা ভাংচুর ন্যক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
বিএ-২২