ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২১
০৭:৩৫ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২১
০৭:৩৫ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় করোনা টিকাদন কারীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। প্রথম ধাপে আসা ৬১০০ ডোজ ভ্যাকসিন যা আড়াই মাসে ও প্রয়োগ করা সম্ভব না হলে ও বর্তমানে টিকা সংকটে প্রায়ই ভূগতে হয় টিকা প্রদানকারী সংস্থা কে।
প্রতিদিনই পাশ্বাবর্তী বিভিন্ন উপজেলা থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় টিকা নিতে আসেন মানুষজন।টিকা থাকলে কেউ টিকা না নিয়ে ফেরত যায়না। আঠারোর বছরের বেশি বয়সের যে কেউ টিকা নিতে পারছেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলার পরিসংখান বিভাগ থেকে জানা যায়, রবিবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত টিকা নিতে রেজিস্ট্রেশন করেছেন ২৪ হাজার ৮ শত ৪৯ জন। এ পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ২০ হাজার ৮ শত ৯৮ জন। এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৫ হাজার ৩ শত ৮৪ জন। টিকা গ্রহনের অপেক্ষায় আছেন ৩ হাজার ৫ শত ৫১ জন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালের টেকনোলোজি (ইপিআই) নেহার রঞ্জন পাল বলেন, আমাদের এখানে বেশ ভালো টিকা দেয়া হচ্ছে। ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাড়া ও পাশ্বাবর্তী ঊপজেলার অনেক লোক প্রতিদিন টিকা নিতে আসেন, আমরা যতক্ষণ টিকা থাকে দেয়ার চেষ্টা করি। প্রতিদিনই টিকা গ্রহণকারীর সংখ্যা বাড়ছে। প্রথম ধাপে টিকা ফেরৎ গেছে মানুষের অভাবে। আর এখন মানুষ টিকার জন্য বসে থাকে।
এস সি/বি এন-০৪