নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৭, ২০২১
০১:২৫ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৭, ২০২১
০৪:০৬ পূর্বাহ্ন
সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের আন্দোলনের মধ্যে হঠাৎ করে ট্রাক, কাভার্ডভ্যান, ট্যাংকলরি মালিক-শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।
রবিবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দশ দফা দাবি আদায়ের লক্ষে দুইদিন কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সিলেট জেলা ট্রাক, কাভার্ডভ্যান ট্যাংকলরি প্রাইমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ নেতারা।
এদিকে, রবিবার বিকেলে এ দাবিতে দক্ষিণ সুরমার হুময়ুন রশিদ চত্বর সংলগ্ন ট্রাক-শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা-মোগলাবাজার আঞ্চলিক কমিটির অফিসে সমাবেশও হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিলেট বিভাগ ও জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার।
আঞ্চলিক কমিটির সহসভাপতি জুমায়েল ইসলাম জুমেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম, মালিক সমিতির সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, শ্রমিক ইউনিয়নের সহসভাপতি জুবের আহমদ, জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাজির আহমদ স্বপন, সহসাধারণ সম্পাদক কয়ছর আলী জালালী, সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, প্রচার সম্পাদক ফখর আহমদ, জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সহসাধারণ সম্পাদক আলী আহমদ স্বপন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, প্রচার সম্পাদক সামাদ রহমান, নির্বাহী সদস্য শরীফ আহমদ, আলী আহমদ, জলিল আহমদ, বিলাল আহমদ, দক্ষিণ সুরমা-মোগলাবাজার শ্রমিক ইউনিয়নের সভাপতি কাউছার আহমদ, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, শাহপরান থানা আঞ্চলিক কমিটির সভাপতি ফুল মিয়া, সাধারণ সম্পাদক বাবুল মিয়া, জালালাবাদ থানা আঞ্চলিক কমিটির সভাপতি কালা মিয়া, শ্রমিক নেতা ফারুক আহমদ, ফলিক আহমদ, শাকিল আহমদ প্রমুখ।
পরে কর্মবিরতির সর্মথনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনাল, ফল মার্কেট, হুমায়ুন রশিদ চত্বরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিএ-১৩