নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৭, ২০২১
০২:২৫ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৭, ২০২১
০৪:৪৭ পূর্বাহ্ন
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), সিলেটের পরিচালক (উপসচিব) জুলিয়া যেসমিন মিলি বলেছেন, ‘সিলেটে পর্যাপ্ত সম্ভাবনা ও সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও আশানুরূপভাবে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে না। এ কারণে সিলেট অঞ্চল শিল্প ও বিনিয়োগ খাত পিছিয়ে পড়ছে। সামনে এগিয়ে যেতে হলে এ অবস্থার উত্তোরণ জরুরি।’
তিনি রবিবার (২৬ সেপ্টেম্বর) সিলেট চেম্বারে মতবিনিময় সভায় এসব কথা বলেন। চেম্বার কনফারেন্স হলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), সিলেট কার্যালয় ও দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যৌথভাবে এ সভার আয়োজন করে।
সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব এর সভাপতিত্বে সভায় তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বর্তমানে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। ফলে উন্নত বিশ্বের দেশগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। সিলেট অঞ্চলে বিনিয়োগ বাড়ানোর জন্যও উদ্যোগ নেওয়া দরকার। এ জন্য বিডা, সিলেট কার্যালয়ের সাথে সিলেটের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সামঞ্জস্য তৈরি করতে হবে।’
তিনি বলেন, ‘বিনিয়োগ বোর্ডকে ২০১৬ সালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে রূপান্তরের পর থেকে এর নীতিমালায় অনেক পরিবর্তন আনা হয়েছে। বিনিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে বিডা পরিচালিত হচ্ছে। এ দপ্তরের প্রধান হলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে বর্তমান সরকার বিনিয়োগের অনুঘটক হিসেবে কাজ করে যাচ্ছে।’
তিনি সিলেটের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বিডা’র নিবন্ধন গ্রহণ করে এ দপ্তর থেকে প্রদত্ত সুবিধা গ্রহণের আহবান জানান।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, ‘সিলেটে বিনিয়োগের ক্ষেত্রে বড় বড় সমস্যা হচ্ছে, কৃষি জমিকে অকৃষি কাজে ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞা। অনেক বিনিয়োগকারী সিলেটে বিনিয়োগের জন্য জমি কিনেছেন। কিন্তু, এ নিষেধাজ্ঞার কারণে সেখানে কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছেন না।’
এ বিষয়টি নিয়ে বিডা’র পক্ষ থেকে ভূমিকা রাখা উচিত জানিয়ে তিনি সিলেটের বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, ‘বিরাজমান সমস্যাবলী নিরসনের লক্ষ্যে তা লিখিতভাবে বিডা, সিলেট কার্যালয়ে পাঠাবেন। আমরা আশাবাদী, কতৃপক্ষ এ ব্যাপারে উদ্যোগী হবেন।’
সভায় বক্তারা সিলেটে বিনিয়োগের ক্ষেত্রে বিরাজমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, জাতীয় পরিচয়পত্র ব্যতীত প্রবাসীদের বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন সেবা প্রাপ্তিতে অসুবিধা, শিল্প প্রতিষ্ঠান স্থাপনে প্রাতিষ্ঠানিক জটিলতা ইত্যাদি। এসব সমস্যা সমাধানে বিডা, সিলেট কার্যালয়ের সহযোগিতা কামনা করেন তারা।
সভায় বিডা’র কার্যক্রম নিয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন বিডা, সিলেট কার্যালয়ের উপ পরিচালক (সিনিয়র সহকারী সচিব) সমীর বিশ্বাস। তিনি বলেন, ‘বিডা’র নিবন্ধন গ্রহণ করে কৃষি, অটোমোবাইল সহ বিভিন্ন খাতে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা বিশেষ কর রেয়াত সুবিধা পাবেন।’
সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, সহসভাপতি তাহমিন আহমদ, পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আতিক হোসেন, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকী, সিলেট জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা রুহি, সাংবাদিক আল-আজাদ, মুহিত চৌধুরী, আব্দুল বাতিন ফয়সল, আব্দুল হাদী পাবেল, ইমরান আহমদ, মো. শহীদুর রহমান প্রমুখ।
বিএ-১৪