নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৭, ২০২১
০৪:১৬ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৭, ২০২১
০৪:১৬ পূর্বাহ্ন
ঢাকা-সিলেট মহাসড়ক ও তামাবিল মহাড়কে পৃথক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। রবিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সিলেট তামাবিল মহাসড়কে ট্রাক সিএনজি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বনিকের বরাত দিয়ে সিলেট মিররের ওসমানীনগর প্রতিনিধি জানান, রবিবার সকাল পৌনে ৬টার দিকে চক আতাউল্যা এলাকার ঢাকাগামী কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট ১৫-৩২৫২) দাঁড়ানো ছিল। ওই ভ্যানের সামনে চালক ও তার সহযোগী দাঁড়িয়ে গল্প করছিলেন। এসময় পেছন থেকে দ্রুতগতির একটি পাথরবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-২৭৮৭) দাঁড়িয়ে থাকা ভ্যানে ধাক্কা দেয়। এতে সামনে দাঁড়ানো দুজন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
নিহতরা হলেন- খুলনা জেলার সোনাডাঙ্গা থানার নবীনবাগ এলাকার মৃত হানিফ উল্লাহর ছেলে ইদ্রিস আলী (৪২) ও গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ থানার মৃত রায়েক মোল্লার ছেলে কামরুল ইসলাম (৫০)।
অন্যদিকে, জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমাদের জৈন্তাপুর প্রতিনিধ জানান, রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় সিলেট তামাবিল মহাসড়কের দরবস্ত খড়িকাপুঞ্জী এলাকায় জাফলং থেকে ছেড়ে যাওয়া পাথর বোঝাই ট্রাক চিকনাগুল হতে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে সিএনজি যাত্রী বাস মিনিবাস চালক সমিতি (রেজীনং বি-১৪১৮) চিকনাগুল উপ-কমিটির সভাপতি পদপ্রার্থী চিকনাগুল ইউনিয়নের বাসিন্দা মো. আব্দুল গফফার নিহত হন।
এ ঘটনায় আরও ৩জন গুরুতর আহত হন। আহতদের নাম ঠিকানা জানা যায়নি।
এ ঘটনায় পরপর স্থানীয় বাসিন্ধারা এগিয়ে এসে দুর্ঘটনার কবল হতে আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
অপরদিক ঘটনার সুষ্ট বিচার ঘাতক ট্রাক আটকের দাবিতে সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন।
বিএ-০১/আরসি-০২