গোলাপগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২১
০৪:৪২ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৭, ২০২১
০৪:৪২ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কাব স্কাউটসের দুই শিক্ষক উডব্যাজ অর্জন করেছেন। সম্প্রতি সিলেটের এই দুই শিক্ষক এ কৃতিত্ব অর্জন করেন।
উপজেলার ঢাকাদক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজ উদ্দিন আহমদ ও মাইজভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিফতাহ উদ্দিন এই কৃতিত্ব অর্জন করেন। তারা দুজনেই স্ব-স্ব বিদ্যালয় কাব স্কাউট ইউনিটের ইউনিট লিডার।
বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক (প্রশিক্ষণ) ফারুক আহাম্মদ এক পরিপত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
তাদের এ কৃতিত্ব অর্জনে অভিনন্দন জানিয়েছেন উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও কলাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক মোহাম্মদ খসরু মিয়া, কানিশাইল চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র দেব, দক্ষিনভাগ-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আহমদ, নালিউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, আমুড়া বাঙালি গুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ জাফর ইকবাল।
এফএম/আরসি-০৩