বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র্যালি ও আলোচনা সভা

গোয়াইনঘাট প্রতিনিধি


সেপ্টেম্বর ২৭, ২০২১
০৭:৪৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৭, ২০২১
০৭:৪৫ অপরাহ্ন



বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র্যালি ও আলোচনা সভা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জাফলং ট্যুরিস্ট ক্লাব ও জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে র্যালিটি পর্যটন কেন্দ্র বল্লাঘাটের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরে পিকনিক সেন্টারে এসে মিলিত হয়।

জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. রতন শেখ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাফলং ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী, আজিজুল ইসলাম, সহকারি উপপরিদর্শক (এএসআই) রাজিব দেব, জাফলং ট্যুরিস্ট ক্লাবের সভাপতি মো. লোকমান মিয়া, সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সহ সভাপতি আবুল কালাম, জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মহরম আলী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মজনু।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাফলং পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির যুগ্ন সম্পাদক সাজু মিয়া, অর্থ সম্পাদক ইয়াকুব আলী কালা, সদস্য জসিম মিয়া, আফাজ উদ্দিন, ট্যুরিস্ট ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক ওয়াসিম বখ্ত, পর্যটক ও যোগাযোগ সম্পাদক শাহাদত হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. হৃদয় আহমদ প্রমুখ।

এম এম/বি এন-০৪