গোলাপগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২১
১১:৪৪ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৭, ২০২১
১১:৫৯ অপরাহ্ন
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণা করেছে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা আওয়ামী লীগের নির্দেশনায় দলীয় কর্মসূচি ঘোষণা করে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
জন্মদিন উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বাদ আছর গোলাপগঞ্জ চৌমুহনী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মিলাদ ও দোয়া মাহফিলে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, সকল ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিক আহমদ।
এফএম/আরআর-০৬