গোলাপগঞ্জে মাছের আঘাতে প্রাণ গেল মৎস্যজীবীর

গোলাপগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ২৮, ২০২১
১২:০৫ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২১
১২:০৫ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে মাছের আঘাতে প্রাণ গেল মৎস্যজীবীর

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে মাছের আঘাতে প্রাণ গেছে আব্দুল হক ওরফে কাইয়ুম (৫০) নামের এক মৎস্যজীবীর। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বাগিরঘাট লঞ্চঘাটের পাশে কুশিয়ারা নদীতে এ ঘটনা ঘটেছে।

আব্দুল হক ওরফে কাইয়ুম বুধবারী বাজার ইউনিয়নের কালিজুরী (ছয়ত্রিশ) গ্রামের মোহাম্মদ নূর উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে স্থানীয় কয়েকজন মৎস্যজীবী কুশিয়ারা নদীতে জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় জালে একটি বড় মাছ ধরা পড়ে। জাল থেকে মাছ তুলতে গেলে মাছটি আব্দুল হকের বুকে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে বাদ মাগরিব জানাজার নামাজের পর তার দাফন সম্পন্ন হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই মোহাম্মদ মোফাখারুল ইসলাম।


এফএম/আরআর-০৮