নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৮, ২০২১
০১:৪৩ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২১
০১:৪৩ পূর্বাহ্ন
কুশিয়ারা নদীতে জেলের জালে ধরা পড়েছে একশ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মাছটি জেলের জালে ধরা পড়ে। পরে, মাছটি সিলেট নগরের লালাবাজারে বিক্রির জন্য তোলা হয়।
লাখ টাকা দাম চাওয়া হলেও সন্ধ্যা পর্যন্ত এককভাবে কেউ মাছটি কিনতে চায়নি কেউ। এ কারণে মাছটি কেটে কেজি দরে বিক্রি করার কথা জানিয়েছেন বিক্রেতা মো. আলাউদ্দিন।
তিনি জানান, গতকাল সকাল ১০টার দিকে কুশিয়ারা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। তিনি এটি কিনে আনেন। দুপুর থেকে মাছটি দেখতে অনেকে ভিড় করলেও এককভাবে কেউ কিনতে চাচ্ছেন না। তাই, কেটে কেজি দরে এটি বিক্রি করবেন তিনি। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে মাছটি কাটা হবে। এরই মধ্যে কেজি দরে মাছ নিতে আটজন নাম লিখিয়েছেন।
চলতি বছর কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ এলাকায় চার মন ও বিভিন্ন ওজনের বাঘাইড় মাছ জেলের জালে ধরা পড়ে। সেগুলোও কেজি দরে বিক্রি করা হয়। প্রতি কেজি মাছ দেড় থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে।
এসএইচ/বিএ-০৭