শাবি প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২১
১২:১৩ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০২১
১২:১৩ পূর্বাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রশাসনিক ভবন-২ এর সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার দক্ষ নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে। ইতোমধ্যে শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন সূচকে দেশের উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। আমরা সবাই প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, স্কুল অফ ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, স্কুল অব লাইফ সায়ন্সেসের ডিন অধ্যাপক ড. এস. এম. আবু সায়েম, স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সসের ডিন অধ্যাপক ড. রোমেল আহমেদ, স্কুল অব এপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মুশতাক আহমেদ, স্কুল অব সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক দিলারা রহমান, স্কুল অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. মো খায়রুল আলম, ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান অধ্যাপক ড. মো. আজিজুল বাতেন প্রমুখ।
এইচএন/আরআর-০৩