সিলেট উইমেন চেম্বারের উদ্যেগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২৯, ২০২১
০২:৫২ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০২১
০২:৫৪ পূর্বাহ্ন



সিলেট উইমেন চেম্বারের উদ্যেগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যেগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করা হয়। এসময় দোয়া পড়েন উইমেন চেম্বারের পরিচালক রাবেয়া আক্তার রিয়া। পরে অর্ধশতাধিক নারী উদ্যেক্তা কেকে কাটেন।

এসময় সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায় বলেন, জাতির পিতার ঘর আলো করে তিনি জন্মগ্রহন করেছিলেন বলেই আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি নারীর উন্নয়নের কান্ডারী, তিনিই প্রথম বাংলাদেশের সকল ক্ষেত্রে নারীদের অবস্থান সুনিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর স্বপ্নপুরণে প্রত্যেক নারীকে উদ্যোক্তা হওয়ার আহবান জানান।অনুষ্ঠান সঞ্চলনা করেন সিলেট উইমেন চেম্বারের সহসভাপতি লুবানা ইয়াসমিন।

এসময় উপস্থিত ছিলেন, উইমেন চেম্বারের সদস্য খালেদা আকতার, স্বপ্না বেগম, শিউলি বেগম, নারী উদ্যোক্তা ও বিউটি এক্সপার্ট দোলা, নিলা প্রমুখ।

বিএ-১১