সিলেটে এবার গণটিকায় সাড়া কম

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ২৯, ২০২১
০৫:৪১ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০২১
০৫:৪১ পূর্বাহ্ন



সিলেটে এবার গণটিকায় সাড়া কম
# জেলায় টিকা গ্রহীতা লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম # আজও চলবে টিকাদান কর্মসূচি

কোভিড-১৯ রোধে গতকাল মঙ্গলবারের গণটিকা কর্মসূচিতে সিলেটে তেমন সাড়া পড়েনি। প্রায় দুই লাখ ডোজ টিকা দেওয়ার লক্ষ্যে পরিচালিত এ কর্মসূচিতে সিলেট জেলায় ৮৬ হাজার ৮৯৯ জনকে টিকা দেওয়া হয়েছে। যা লক্ষ্যমাত্রার অর্ধেকেরও কম।

কী কারণে সাড়া কম তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন নাÑ এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, এবার প্রচার কম হয়েছে এবং অনেকে সিনোফার্মের টিকা দিতে চাননি বলে গণটিকায় অংশ নেননি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে গতকাল পরিচালিত এ কর্মসূচিতে নগরে কেবল রেজিস্ট্রেশন করা ব্যক্তিদের টিকা গ্রহণের জন্য ক্ষুদে বার্তা দেওয়া হয়েছে। ২৪ হাজারের বেশি ব্যক্তিকে ক্ষুদে বার্তা পাঠালেও গণটিকা কর্মসূচিতে অংশ নেন ১৯ হাজার ৩৮৯ জন। এছাড়া নিয়মিত টিকাদান কেন্দ্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ লাইনস হাসপাতালে টিকা নিয়েছেন আরও ২ হাজার ৫১০ জন। সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলায় ১ লাখ ৭৪ হাজার ডোজ টিকা দেওয়ার কথা জানিয়েছিল জেলা স্বাস্থ্য বিভাগ। এর বিপরীতে ৬৫ হাজার লোককে টিকা দেওয়া সম্ভব হয়েছে। তাই, আজ বুধবারও গণটিকা চলবে জানিয়ে সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত জানিয়েছেন, জেলার ১৩ উপজেলায় পর্যাপ্ত লোক গণটিকায় অংশ নেয়নি। তাই, প্রয়োজনে বুধ ও বৃহস্পতিবার টিকা কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে সিলেট মহানগরের ৮২টি ও জেলা পর্যায়ে আরও ৩০৩টি কেন্দ্রে গণটিকা কার্যক্রম শুরু হয়।

সকাল থেকে বিভিন্ন টিকাকেন্দ্রে নারী ও পুরুষের সারি লক্ষ্য করা গেলেও তা ছিল প্রথম দফায় দেওয়া টিকা কর্মসূচির চেয়ে কম। দুপুরে নগরে বিভিন্ন মসজিদের মাইকে টিকা কর্মসূচিতে অংশ নেওয়ার আহŸান শোনা যায়।

চল্লিশোর্ধ্ব নাগরিক, বৃদ্ধ, শারীরিকভাবে অক্ষম, শিক্ষার্থী এবং প্রত্যন্ত অঞ্চলের নাগরিকদের এ কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

তবে, মহানগরে পঞ্চাশোর্ধ্ব লোকের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। পঞ্চাশের উপরে ৬ হাজার ৪৬৩ জন এবং পঞ্চাশের কম বয়সী ১২ হাজার ৯২৬ জন টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষের সংখ্যা ১০ হাজার ৬জন এবং নারীর সংখ্যা ৯ হাজার ৩৮৩ জন।

সিসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, রেজিস্ট্রেশন সম্পন্ন করা ২৪ হাজারের বেশি লোককে গণটিকায় অংশ নিতে ক্ষুদে বার্তা প্রেরণ করা হয়েছিল। তবে, সবাই টিকা নিতে আসেনি। এজন্য আজ বুধবারও টিকা কার্যক্রম চলবে। আজ ২৭টি ওয়ার্ডে ২৭টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। আজ আরও ১৬ হাজার ডোজ টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।

কী কারণে, কম সাড়া পড়েছে জানতে চাইলে সিসিক কর্মকর্তা বলেন, ‘নগরে আগে মডার্নার টিকা দেওয়া হয়েছিল। কিন্তু, তা শেষ হয়ে গেছে। নগরের অনেকে মডার্নার টিকার জন্য আমাদের কাছে অনুরোধ নিয়ে আসেন। সেটাতো সম্ভব নয়। হয়তো, এ কারণে ক্ষুদেবার্তা পাওয়া ব্যক্তিদের কেউ কেউ গণটিকায় অংশ নেননি।’

এসএইচ/আরসি-০১