শাবি প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২১
০৬:৫৮ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০২১
০৬:৫৮ অপরাহ্ন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালি, দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি (শাবিপ্রবি) বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে একটি আনন্দ র্যালি করে। এরপর অসহায়দের মাঝে খাবার বিতরণ করে নেতৃবৃন্দ। পরে বাদে আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অসহায়দের মাঝে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আলমগীর কবীর, ইন্সটিটিউশনাল অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)এর অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইল, সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক শফিউল হোসেন, সহকারী অধ্যাপক মুহামমদ মিজানুর রহমান প্রমুখ।
ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, উপ দপ্তর সম্পাদক সজিবুর রহমান, উপত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, সদস্য আশরাফ কামাল আরিফ, আবদুল্লাহ আল রোমান, মাহবুবুর রহমান, ময়নুল ইসলাম ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, তারেক হালিমী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি সিহাব উদ্দিন, সমাজবিজ্ঞান অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরকার, বাংলা বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব সরকার,ছাত্রলীগ নেতা মীর ইয়াছিন, ভূতাত্ত্বিক বিভাগের সভাপতি সাজ্জাদ রাজু,ছাত্রলীগ নেতা সন্জ্বয় সাহা,সমাজবিজ্ঞান অনুষদের সাংগঠনিক সম্পাদক খন্দকার তানিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এইচ এন/বি এন-০৪