গোলাপগঞ্জে এলজিইডির ১৭৫ কোটি টাকার উন্নয়ন

ফারহান মাসউদ আফছর, গোলাপগঞ্জ


সেপ্টেম্বর ৩০, ২০২১
০১:২৯ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২১
০১:৪১ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে এলজিইডির ১৭৫ কোটি টাকার উন্নয়ন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিগত ১২ বছরে ১৭৫ কোটি টাকার উন্নয়ন কাজ করেছে উপজেলা প্রকৌশল কার্যালয়। এই সময়ে ১৬৬ কিলোমিটার সড়কের উন্নয়ন করা হয়েছে। এছাড়া একাধিক উন্নয়ন প্রকল্প চলমান আছে বলে জানিয়েছেন উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান। উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে রয়েছে সড়ক ও পল্লী সড়ক উন্নয়ন ও মেরামত, ব্রিজ-কালভার্ট নির্মাণ, অসচ্ছ্বল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও বিদ্যালয় ভবন নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন। 

গোলাপগঞ্জ উপজেলা এলজিইডি (স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর) প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, ২০০৯ সাল থেকে ২০২১ সালের জুন পর্যন্ত ১৬৬ কিলোমিটার সড়কের উন্নয়ন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৯৬ কোটি ২০ লাখ টাকা। এই সময়ে ১৮ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে উপজেলার ছোট-বড় ৬৪০ মিটার ব্রিজ-কালভার্ট নির্মাণ করা হয়েছে। এর মধ্যে দেওরভাগা খালের উপরে কমলগঞ্জ বাজারে ৪২ মিটার ব্রিজ নির্মাণ ও শরীফগঞ্জ ইউনিয়নের বড়দল নদীর উপর ৭২ মিটার দীর্ঘ ব্রিজ নির্মাণ উল্লেখযোগ্য।

এদিকে, এই সময়ের মধ্যে ৭৪টি প্রথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ ও সম্প্রসারণ করা হয়েছে। যাতে ব্যয় হয়েছে প্রায় ২৯ কোটি ৭৮ লাখ  টাকা। এছাড়াও ১৯টি প্রাথমিক বিদ্যালয়ে সংস্কার করতে প্রায় ৯৮ লাখ টাকা ব্যয় করা হয়েছে, ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ১০টি বিদ্যালয়ের সীমানা দেয়াল নির্মাণ করা হয়েছে, ১৪ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে প্রাথমিক বিদ্যালয়ের ১৪টি ভবন নির্মাণাধীন রয়েছে, ১ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে দুটি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে, গ্রোথ-সেন্টার ও মার্কেট উন্নয়নে ৪৬ লাখ টাকা ব্যয় হয়েছে, ৫টি মুক্তিযোদ্ধা নিবাস নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় ২৬ লাখ টাকা, ৩টি স্লুইস গেট নির্মাণ করতে ব্যয় হয়েছে ২ কোটি ২৫ লাখ টাকা, ৫ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে ১৪.২০ কিলোমিটার সড়ক রক্ষনাবেক্ষণ ও মেরামত, ১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে ৫.৪০ কিলোমিটার খাল নির্মাণ ও ৭.৭০ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে।

এছাড়া, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২০২০-২১ অর্থবছরে মোট ৪৭টি প্রকল্পের আওতায় যোগাযোগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং মৎস্য খাতসহ বিভিন্ন খাতে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৬৯ লাখ টাকা এবং ক্ষুদ্রাকার পানিসম্পদ ব্যবস্থাপনায় ৯২০ হেক্টর জমি কৃষি ও মৎস্য চাষের আওতায় নিয়ে এসেছে উপজেলা প্রকৌশল বিভাগ।

উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের বারকোট এলাকার বাসিন্দা কামাল আহমদ বলেন, সড়কটি কাঁচা ছিল। কাঁচা থাকার কারণে বিভিন্ন রকম মালামাল নিয়ে গন্তব্যে যেতে অনেক কষ্ট হতো। অনেক সময় গাড়ি নষ্ট হয়ে যেত। কিন্তু এখন রাস্তাটির সংস্কার হওয়া সহজেই আমরা গন্তব্যে যেতে পারি। এ জন্য আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।

ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর এলাকার বাসিন্দা দুলাল আহমদ বলেন, ঢাকাদক্ষিণ-সুনামপুর সড়কটির বেহাল অবস্থার কারণে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো। কিন্তু এই সড়কটির সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা অত্যন্ত খুশি, কারণ কয়েকদিনের মধ্যে এই রাস্তা দিয়ে আমরা নিরাপদে যাতায়াত করতে পারব।

উপজেলা প্রকৌশলী মাহমুদল হাসান বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে অদম্য গতিতে ছুটে চলা বাংলাদেশের অগ্রযাত্রায় অংশগ্রহণ করতে পেরে গোলাপগঞ্জ উপজেলা প্রকৌশল শাখা আনন্দিত এবং গর্বিত। গত ১২ বছরে এলজিইডি অফিসের মাধ্যমে প্রায় ১৭৫ কোটি টাকা ব্যয়ে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন, ৬৪০ মিটার সেতু-কালভার্ট নির্মাণ, অসংখ্য সামাজিক অবকাঠামোর উন্নয়ন, ক্ষুদ্র পানিসম্পদ ব্যবস্থাপনা, প্রায় ৮৯টি প্রাথমিক শিক্ষা অবকাঠামো নির্মাণ, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও স্মৃতি জাদুঘর নির্মাণ এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করে গোলাপগঞ্জ প্রকৌশল শাখা রেখেছে দেশের অগ্রযাত্রায় এক অসামান্য অবদান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে উল্লেখ করে উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক রুহেল বলেন, আওয়ামী লীগ ২০০৯ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে গত ১২ বছরের শাসনামলে বাংলাদেশ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, বিদ্যুৎ, গ্রামীণ অর্থনীতির উন্নয়নসহ প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। 

বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের ‘রোল মডেল’ উল্লেখ করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার সেটা বাস্তবায়ন করে যাচ্ছে । দেশে বর্তমানে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আমরা যদি উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে পারি, তাহলে নির্দিষ্ট সময়ে বাংলাদেশ বিশ্বের উন্নত রাষ্ট্রের কাতারে অবস্থান করবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশকে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় গোলাপগঞ্জ উপজেলায় এলজিইডি প্রকৌশল অফিসের মাধ্যমে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে গ্রামীণ যোগাযোগের ক্ষেত্রসহ শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ, রাস্তাঘাটের উন্নয়ন, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ,  গ্রোথ-সেন্টার ও মার্কেট উন্নয়ন, মুক্তিযোদ্ধা নিবাস নির্মাণ করা হয়েছে। এছাড়া যোগাযোগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং মৎস্য খাতসহ বিভিন্ন খাতে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছে। 

সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার গঠনের শুরু থেকে মহাপরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করে দেশের সর্বত্র গ্রামীণ যোগাযোগের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। আর্থ-সামাজিক, মানুষের জীবনযাত্রার মান, অবকাঠামোর উন্নয়ন, আধুনিক ও প্রযুক্তি নির্ভরতার ক্ষেত্রে বাংলাদেশে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। আর এই দীর্ঘ সময়ের অর্জন হিসাব করলে বড় বড় উন্নয়ন অর্জনগুলো সাধিত হয়েছে গত এক যুগের ধারাবাহিকতায়। এরই ধারাবাহিকতায় সারা দেশের মতো গোলাপগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে সার্বিক ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে।


এফএম/আরআর-০৬