সিলেটে বিনিয়োগে মেট্রোপলিটন চেম্বারের আহ্বান

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ৩০, ২০২১
০১:৪০ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২১
০১:৪০ পূর্বাহ্ন



সিলেটে বিনিয়োগে মেট্রোপলিটন চেম্বারের আহ্বান
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময়

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত (ভারপ্রাপ্ত) হিদায়াত আজতেহ-এর নেতৃত্বে সিলেট সফররত ছয় সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেছেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র (এসএমসিসিআই) পরিচালনা পর্ষদের নেতারা।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলরোডস্থ এসএমসিসিআই’র হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সাবেক সভাপতি হাসিন আহমদের সভাপতিত্বে সভায় দুই দেশের বিনিয়োগ সম্ভাবনা, আমদানি-রপ্তানিতে দুই দেশের ব্যবসায়ীদের সম্পর্ক উন্নয়ন, পাম্প ওয়েল, বেত শিল্প, পর্যটন শিল্প, পাট শিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। 

সভায় স্বাগত বক্তব্য দেন, এসএমসিসিআই’র পরিচালক মোয়াম্মীর হোসেন চৌধুরী।

বক্তব্য দেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক ফখর উস সালেহীন নাহিয়ান, এসএমসিসিআই’র সাবেক পরিচালক শাব্বির আহমদ চৌধুরী, জুনিয়র চেম্বার সিলেটের সভাপতি মাহদী সালেহীন এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. ওলিউর রহমান সাজন।

সভায় বক্তারা, সিলেটের সঙ্গে ইন্দোনেশিয়ার বিভিন্ন ব্যবসার সম্ভাবনার কথা তুলে ধরেন। সিলেটের সঙ্গে ইন্দোনেশিয়ার সরাসরি বিমান যোগাযোগ সুবিধা, ভিসাপ্রাপ্তি সহজীকরণে জোর দেওয়া হয়। তারা বলেন, ‘মেট্রোপলিটন চেম্বারের সঙ্গে সিলেট ও ইন্দোনেশিয়ার উদ্যোক্তা-ব্যবসায়ীদের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দুই দেশের ব্যবসায়ী-বিনিয়োগ বাড়ানো সম্ভব।’ সভায় বক্তারা বিভিন্ন কাঁচামাল আমদানীর ক্ষেত্রে ট্যারিফ ও ট্যাক্স সুবিধার বিষয়টি তুলে ধরেন।

সফররত ইন্দোনেশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদুত হিদায়াত আজতেহ সিলেটের আবহাওয়া, বিনিয়োগের পরিবেশ, সম্ভাবনা ও আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার প্রশংসা করেন। তিনি সিলেটের সম্ভাবনার খাতসমূহে ইন্দোনেশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহবান জানাবেন বলে আশ্বস্ত করেন।

সভাপতির বক্তব্য হাসিন আহমদ বলেন, ‘সিলেটে বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ইন্দোনেশিয়ার ব্যবসায়ীরা সিলেটে বিনিয়োগে এগিয়ে এলে চেম্বারের পক্ষ থেকে তাদেরকে সবধরনের সহযোগিতা দেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন, এসএমসিসিআই-এর পরিচালক হুরায়রা ইফতার হোসেন, আলীমুছ ছাদাত চৌধুরী, রেজাউল হাসান জাকারীয়া, ব্যবসায়ী ফয়েজ হাসান ফেরদৌস, সফররত প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে ইন্দোনেশিয়ার অর্থনৈতিক বিষয়ক কর্মকর্তা শাপ্ত উদিয়ান্ত, সিতি আয়ু পারমেস্বরী, রাজনৈতিক বিষয়ক কর্মকর্তা আহমেদ চানিফুদ্দিন, মিশনের প্রধান সেক্রেটারি দাউরানা আতিকা দেউয়ি এবং প্রশাসনিক কর্মকর্তা মো. নাঈম হোসেন প্রমুখ।

বিএ-০৫