সিলেট বিভাগের ৪৫ ইউপিতে ১১ নভেম্বর ভোট

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ৩০, ২০২১
০৬:০১ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২১
০৬:০১ পূর্বাহ্ন



সিলেট বিভাগের ৪৫ ইউপিতে ১১ নভেম্বর ভোট

দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের চার জেলার ৪৪টি ইউনিয়নসহ দেশের মোট ৮৪৮টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের এই নির্বাচন। 

বিভাগের সিলেট জেলার সদর উপজেলার ৫টি, কোম্পানিগঞ্জ উপজেলার ৫টি, বালাগঞ্জ উপজেলার ৬টি, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ১০টি, দোয়ারাবাজার উপজেলার ৯টি, মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ৫টি, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জের ৫টি ইউপিতে এই ভোট অনুষ্ঠিত হবে। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের কমিশন বৈঠক শেষে সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোট গ্রহণ ১১ নভেম্বর।

৮৪৮টি ইউপির মধ্যে ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে বলেও ইসি সচিব জানান। বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে।

এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আমরা কাজ করছি। আগামী সপ্তাহে কমিশনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিলের সিদ্ধান্ত আসতে পারে।

ডিসেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হবে বলে অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান। তবে কত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে এ বিষয়ে তিনি কোন মন্তব্য করেননি।

আরসি-০৩