অভিযোগপত্র গ্রহণ, নোমানের বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ৩০, ২০২১
০৫:০৪ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০২১
০৫:০৪ অপরাহ্ন



অভিযোগপত্র গ্রহণ, নোমানের বিরুদ্ধে পরোয়ানা

আদালত চত্বরে নিহত রায়হানের মা’সহ স্বজনরা। ছবি-ডিসিএল

সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে রায়হান হত্যার মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত।

আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আবুল মোমেন এই অভিযোগপত্র গ্রহণ করে পলাতক আসামি আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

‌সিলেট মহানগর পুলিশের আদালত পরিদর্শক প্রদীপ চন্দ্র দাশ সিলেট মিরর-কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'যেহেতু নোমান পলাতক তাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও তার মালামাল ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। 

অভিযোগপত্র গ্রহনকালে প্রধান অভিযুক্ত বহিষ্কৃত এসআই আকবর হোসেন ভুঁইয়াসহ সকল আসামিদের আদালতে হাজির করা হয়। 

এর আগে গত ৫ মে আলোচিত এই মামলায় ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

অভিযুক্তরা হলেন, প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ির তৎকালীন এসআই আকবর হোসেন ভুঁইয়া, এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহী, কনস্টেবল টিটু চন্দ্র দাস, হারুনুর রশিদ ও আব্দুল্লাহ আল নোমান।

এদের মধ্যে পাঁচ পুলিশ সদস্য কারাগারে থাকলেও নোমান এখনও পলাতক রয়েছেন।


ডিসিএল-০১/এনএইচ-০১/এএফ-০১